২০০২ সালে ভারতের সংবিধানের ৮৬তম সংশোধনীতে সংবিধানের ২১-এ ধারাতে ৬ থেকে ১৪
বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈঠনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের
তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।পরবর্তী যেটি শিশুদের অবৈঠনিক ও বাধ্যতামূলক
শিক্ষার অধিকার আইন,২০০৯ নামে সারা ভারতে চালু হয়েছিল।
শিশুদের অবৈঠনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন,২০০৯
· ৬ থেকে ১৪ বৎসরের প্রত্যেক শিশুর প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত
পার্শ্ববর্তী কোন বিদ্যালয়ে অবৈঠনিক ও বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করার অধিকার থাকবে
।
· পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দূরত্ব ১
কিলোমিটার এবং ষষ্ট শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ভর্তির ক্ষেত্রে উচ্চ প্রাথমিক
বিদ্যালয়ের দূরত্ব ৩ কিলোমিটারের অধিক হবে না ।
· যে শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারেনি অথবা কোনো দিন বিদ্যালয়ে ভর্তি হয়নি
সে ব্য়সানুসারে যথোপযুক্ত শ্রেণীতে ভর্তি হতে পারবে।
· স্থানান্তকরণের শংসাপত্রের ভিত্তিতে প্রত্যেক শিশু যে কোন সরকারী এবং সরকারী
অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
· বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়ে ৬ থেকে ১৪ বৎসরের কোন শিশুকে মেধা যাচাইয়ের জন্য
কোন ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না ।
· শিশুকে বা তার মাতাপিতাকে বা অভিভাবককে কোন বিদ্যালয় বা ব্যক্তিবর্গকে কোন
প্রকার কেপিটেশান/ডোনেশন দেওয়ার প্রয়োজন হবে না ।
· ST,SC,OBC, দের মধ্যে যারা BPL পরিবারের অন্তর্ভুক্ত তাদেরকে বাড়ীর পার্শ্ববর্তী বিদ্যালয়ে মোট আসনের ২০%
হারে ভর্তির সুযোগ দিতে হবে।
· ৬ থেকে ১৪ বৎসরের প্রত্যেকটি শিশুর প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাকে
কোন শ্রেণীতে আটকে রাখা যাবে না বহিষ্কার করা যাবে না।
· প্রতিটি শিশু কোন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন ব্যতিরেকে ৮ম মান পর্যন্ত
শিক্ষা পাওয়ার অধিকার থাকবে ।
· ৬ থেকে ১৪ বৎসরের পাঠরত প্রত্যেক শিশু সরকারী এবং সরকারী অনুদান প্রাপ্ত
বেসরকারি প্রত্যেক কর্ম দিবসে মধ্যহ্ন আহার পাবে।
· বয়সের প্রমাণপত্রের অভাবে কোন শিশুকে বিদ্যালয়ে ভর্তি করতে অস্বীকার করা যাবে
।
· ছাত্র শিক্ষকের অনুপাত হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত 1:30 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে 1:35 এবং বছরে ২০০ থেকে
২২০ দিন ক্লাস করতে হবে।
· বিদ্যালয়ে উপযুক্ত পরিকাঠামো থাকতে হবে।
· উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।
· অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর শিশুকে শংসাপত্র দিতে হবে।
No comments:
Post a Comment