Friday, 16 September 2016

CONTEMPORARY INDIAN SOCIETY


Unit 1: India: Freedom Struggle and Independence
·       Impact of colonialism and anti-colonial struggle.
·       Education: pre and post independence period in India.

প্রতিটি প্রশ্নের মান ২
1.   স্কুল জোট(School Complex) কী? 
2.   Grant-in-aid প্রথা কী ?
3.   ম্যাগনা কার্টা বলতে কী বোঝায়?
4.   বুনিয়াদি শিক্ষা কী ?
5.   ১৯৩৭ সালের জাতীয় শিক্ষার প্রথম অধিবেশনে কী কী প্রস্তাব গৃহীত হয়েছিল?
6.   বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কাকে বলে?
7.   উড্ ডেসপ্যাচ কী ?  
8.   হান্টার কমিশন কেন গঠন করা হয়েছিল?
প্রতিটি প্রশ্নের মান ৫(১০০/১৫০শব্দের মধ্যে) 
1.   বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ধর্মীয় শিক্ষা এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে কী সুপারিশ করেছিল?
2.   দেশজ শিক্ষার পুনর্গঠনের জন্য অ্যাডামের সুপারিশগুলি কী ছিল?
3.   ১৯১৯ সালের SADLER কমিশনের রিপোর্টে শিক্ষা বিষয়ক বিষয়গুলি কী ছিল লিখ
4.   বুনিয়াদি শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখ
5.   STANLEY ডেসপ্যাচ কী? এর সুপারিশগুলি কী ছিল?
6.   হান্টার কমিশনের ইতিবাচক সুপারিশগুলি কী ছিল? এই সুপারিশে কী কী সীমাবদ্ধতা ছিল?
7.   বুনিয়াদি শিক্ষা পরিকল্পনার উপযোগিতা এবং ত্রুটিগুলি আলোচনা কর।
8.   সার্জেন্ট রিপোর্টের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি কী ছিল?  
নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ(২৫০/৩০০ শব্দের মধ্যে)   
1.   ভারতে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লিখ
2.   ভারতে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার প্রভাব আলোচনা কর।
3.   জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝ? জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব আলোচনা কর।
4.   আদি মিশনারিদের শিক্ষা প্রচেষ্টার বৈশিষ্ট্যগুলি লিখ
5.   ভারতে শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর কার্যকলাপ সংক্ষেপে আলোচনা কর।
6.   ১৮১৩ সালের সনদ আইনের প্রেক্ষাপট কী ছিল? এই আইনের ঐতিহাসিক মূল্য, গুরুত্ব ও তাৎপর্য লিখ
7.   ভারতের শিক্ষাব্যবস্থায় প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের মধ্যে দ্বন্দ্বের পটভূমি ও বিতর্কের বিষয়গুলি আলোচনা কর।
8.   ভারতের শিক্ষাব্যবস্থায় প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের দ্বন্দ্ব নিরসনে মেকলের বক্তব্য আলোচনা কর।
9.   উড এর দলিলে ভারতীয় শিক্ষা সম্পর্কে কী নীতি গ্রহণ করা হয়েছিল?
10.         ভারতীয় শিক্ষাব্যবস্থায় উড এর দলিলের গুরুত্ব ও প্রভাব আলোচনা কর।
11.         ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি কী ছিল? এই কমিশন কেন সমালোচিত হয়েছিল?
12.         বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের জন্য কী কী প্রধান সুপারিশগুলি করেছিল সেগুলি লিখ। 
13.         ভারতীয় শিক্ষা ব্যবস্থায় লর্ড কার্জনের অবদান উল্লেখ কর।
14.         ভারতীয় শিক্ষার ইতিহাসে রাধাকৃষ্ণান সুপারিশগুলি লেখ ও সেগুলির গুরুত্ব আলোচনা কর।
15.         পরীক্ষা পদ্ধতি পুনর্বিন্যাস সম্পর্কে রাধাকৃষ্ণান সুপারিশগুলি লিখ।
16.         মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা কর।
17.         সর্বাঙ্গীণ শিক্ষা পরিকল্পনার কথা চিন্তা করে জাতীয় শিক্ষাব্যবস্থার জন্য মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কী ধরণের কাঠামোর সুপারিশ করেন?এই কমিশনের সুপারিশগুলির মধ্যে উল্লেখযোগ্য ত্রুটিগুলি কী ছিল? 
18.         শিক্ষার কাঠামো বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি লিখ। কোঠারি কমিশন শিক্ষা বিষয়ক কী কী সমস্যার কথা উল্লেখ করেছিল?
19.         শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লিখ।
20.         প্রাথমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লিখ।
21.         জাতীয় শিক্ষানীতি (১৯৮৬) এর সংশোধিত খসড়ায় শিক্ষক এবং শিক্ষক-শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে কী বলা হয়েছে?
22.         Programme of Action-1992(POA-1992) এর কর্মসূচির মূল বিষয়গুলি কী ছিল আলোচনা কর।

Unit 2 Unit 2: Constitution of India and Education
·       Constitution and Education: concurrent status of education.
·       Reservation as an egalitarian policy.
·       Equality and justice in the Indian constitution, differential school system and the idea of common neighbourhood school.
·       Right to Education act-2009.
প্রতিটি প্রশ্নের মান ২
প্রতিটি প্রশ্নের মান ৫(১০০/১৫০শব্দের মধ্যে)   
1.   ভারতীয় সংবিধানে ব্যবহৃত ন্যায় শব্দটির বিভিন্ন অর্থ ব্যাখ্যা কর।
2.   সরকারি বিদ্যালয় কাকে বলে?
3.   বেসরকারি বিদ্যালয় কাকে বলে? 
4.   আধা-সরকারি বিদ্যালয় কাকে বলে?
5.   লিঙ্গভিত্তিক বিদ্যালয় কাকে বলে? 
6.   প্রতিবেশী বিদ্যালয় কাকে বলে? 
7.   সময়কালভিত্তিক বিদ্যালয় কাকে বলে?
8.   RTE-2009- আইনে ‘সংশ্লিষ্ট সরকার’ বলতে কী বোঝানো হয়েছে?
9.   RTE-2009- আইনে বিদ্যালয় বলতে কী বোঝানো হয়েছে?
10.         RTE-2009- আইনে শিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে?
নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ(২৫০/৩০০ শব্দের মধ্যে) 
1.   শিক্ষার যৌথ তালিকায় বা যুগ্ম তালিকায় যা বলা হয়েছে সেগুলি লেখ।
2.   শিক্ষার কেন্দ্রীয় তালিকায় যা বলা হয়েছে সেগুলি লেখ।
3.   শিক্ষার রাজ্য তালিকায় যা বলা হয়েছে সেগুলি লেখ।
4.   শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করার পক্ষে যুক্তিগুলি আলোচনা কর।
5.   শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা কী কারণে সমালোচিত হয়েছিল টা লেখ।
6.   তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংবিধানের সংরক্ষণগুলি উল্লেখ কর।
7.   শিক্ষার সমসুযোগ সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ কর।
8.   প্রশাসনিক ভিত্তিতে বিদ্যালয়ের শ্রেণিভাগগুলি আলোচনা কর।
9.   প্রতিষ্ঠানিক অনুমোদনভিত্তিক বিদ্যালয়গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
10.         বৈষম্যহীন সমাজ বলতে কী বোঝায়? বৈষম্যহীন সমাজের জন্য সংবিধানে কী কী ব্যবস্থা আছে সেগুলি আলোচনা কর।
11.         RTE-2009 –এ শিশু শিক্ষার অধিকার রক্ষার জন্য কী কী কাজের কথা বলা হয়েছে সেগুলি আলোচনা কর।
12.         RTE-2009 আইনটি বাস্তবীকরণের উপায়গুলি সংক্ষেপে আলোচনা কর।
13.         RTE-2009 আইনটি বাস্তবীকরণে যে বাঁধাগুলি দেখা যেতে পারে সেগুলির বিবরণ দাও।
14.         RTE-2009 আইনটি ঐতিহাসিক প্রেক্ষিত আলোচনা কর।
15.         RTE-2009- এ শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের জন্য কোন কোন কাজগুলি নির্দিষ্ট করা হয়েছে?
16.         RTE-2009- এ শিক্ষার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের জন্য কোন কোন কাজগুলি নির্দিষ্ট করা হয়েছে?
17.         RTE-2009- আইন অনুযায়ী বিনাব্যয়ে আবশ্যিক শিক্ষাদানে বিদ্যালয়ের দায়দায়িত্বগুলি লেখ।
18.         RTE-2009- আইন অনুযায়ী শিক্ষকের যোগ্যতা, কার্যাবলী ও দ্বায়িত্ব আলোচনা কর।
19.         RTE-2009 আইনে নিখরচায় আবশ্যিক শিক্ষার অধিকার বিষয়টি লেখ।
20.         RTE-2009- আইনে পাঠ্যক্রম মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে কী সুপারিশ করা হয়েছে?

21.         RTE-2009- আইনে বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে কী কী নিয়মের কথা বলা হয়েছে? 

Monday, 7 March 2016

CONTEMPORARY INDIAN SOCIETY

) সংক্ষেপে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ প্রতিটি প্রশ্নের মান
1)    উপনিবেশবাদকথাটি বলতে আপনি কি বুঝো?
উত্তরঃ এক দেশের শাসক গোষ্ঠী বা শাসক গোষ্ঠীর অনুগামি গোষ্ঠী যখন অন্য দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করে সেই দেশের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টায় থাকে সেটাই উপনিবেশবাদ।   
2)    ব্রিটিশ ভারতে কখন কৃষক বিদ্রোহ ঘটে ? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখ
উত্তরঃ ১৯১৭ সালে চম্পারনে ব্রিটিশ ভারতের একটি কৃষক বিদ্রোহের উদাহরণ বলা যায়। এই বিদ্রোহের দুজন নেতা হলেন বাবু রাজেন্দ্র প্রসাদ ও মহাত্মা গান্ধি ।
3)    কখন সিপাহী বিদ্রোহ ঘটে ? তখন গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ ১৮৫৭ সালের ১০ মে সিপাহী বিদ্রোহ ঘটে। তখন গভর্নর জেনারেল  ছিলেন লর্ড ক্যানিং
4)    দ্বৈত শাসনব্যবস্থা কি ?
5)    ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের ব্যাখ্যায় প্রাচ্য ও পাশ্চাত্য দুই দলের বক্তব্য কী ছিল ?
উত্তরঃ পাশ্চ্যবাদীদের বক্তব্য হল সনদে উল্লিখিত সাহিত্য উন্নয়ন বলতে বোঝায় প্রাচীন সাহিত্যের উন্নয়ন এবং দেশীয় পণ্ডিতবর্গ বলতে বোঝায় প্রাচ্য বিদ্যায় পণ্ডিতবর্গ। অপরদিকে পাশ্চাত্যবাদীদের বক্তব্য হল সাহিত্য বলতে বোঝায় একমাত্র ইংরেজি সাহিত্য এবং প্রকৃত শিক্ষিত বলতে বোঝায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের।
6)    ভারতের শিক্ষার ইতিহাসে ‘ম্যাগনা কার্টা’ বলতে কী বোঝ?
উত্তরঃ উডের দলিলে ভারতের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে বিরাট পদক্ষেপ সে সম্পর্কে সন্দেহের কোন অবকাশ নেই । ঐতিহাসিক জেমস এই দলিলকে ইংরাজি শিক্ষার ‘ম্যাগনা কার্টা’ বলে অভিহিত করেছেন। ‘ম্যাগনা কার্টা’ ছিল ইংল্যান্ডের জনগণের অধিকার পত্র । ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জনের নিকট থেকে ইংরেজরা স্বাধিকার বিষয়ক এই সনদ পত্র আদায় করেন।
7)    জাতীয় শিক্ষা আন্দোলন  বলতে কী বোঝায়?
উত্তরঃঔপনিবেশিক শিক্ষাব্যবস্থায় ‘চুইয়ে পড়া নীতি’ গ্রহণের ফলে গণশিক্ষাকে প্রত্যক্ষভাবে অবহেলা করা হয়। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার জন্য সমস্ত শক্তি ও অর্থ নিয়োগ করাই ছিল এই শিক্ষার লক্ষ্য।উনবিংশ শতকের শেষ দিকে ভারতবর্ষে জাতীয়তাবাদ উন্মেষের সঙ্গে সঙ্গে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কহীন ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তাকেই বলা হয় জাতীয় শিক্ষা আন্দোলন ।
8)    শিক্ষার অধিকার আইন কি?
9)    ১৯৮৬ এর জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল ?
উত্তরঃ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে-
(i)                সকল শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করা ও ১৪ বছর বয়স পর্যন্ত তাদেরকে শিক্ষারত রাখা।
(ii)             শিক্ষার গুণগত মানের প্রকৃত উন্নয়ন ঘটানো।
10)           বুনিয়াদি শিক্ষা কী?
উত্তরঃ শিক্ষাকে এমনভাবে স্বনির্ভর করে তুলতে হবে যেখানে শিক্ষার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় উৎপাদনমূলক হাতের কাজ শেখানো হবে যার মাধ্যমে শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সম্ভব হবে। গান্ধিজি এই বৈপ্লবিক শিক্ষাব্যবস্থা ১৯৩৭ সালে প্রকাশিত ‘হরিজন’ পত্রিকায় প্রকাশ করেন। সেটি পরবর্তী সময়ে বুনিয়াদি শিক্ষা ওয়ারধা কর্মসূচি বলে গণ্য করা হয় । 
11)           ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারার বিষয়বস্তু কি ?
উত্তরঃ ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারায় বলা হয়েছে যে, প্রাথমিক শিক্ষার দ্বায়-দ্বায়িত্ব রাজ্য সরকারের উপর ন্যাস্ত করা হলেও সমগ্র ভারতের সর্বজনীন বাধ্যতামূলক এলিমেনটারি এডুকেশনের সম্প্রসারণের বিশেষ দ্বায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর ন্যাস্ত করা হয়েছে।
12)           শিক্ষাকে কেন যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে?
উত্তরঃ ১৯৭৬ সালে সংবিধানের ৪২তম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার স্বাধীন সত্তা বজায় রাখার উদ্দেশ্যে অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে যাতে কেন্দ্রের সাথে রাজ্যগুলিও প্রয়োজনীয় দ্বায়িত্ব পালন করতে পারে সেই কারণে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
13)           ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির অর্থ লেখ।
উত্তরঃ ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের প্রতীক।নির্দেশমূলক নীতির মধ্যে জাতীয় আয় ও সম্পদের কেন্দ্রীকরণের বিরোধিতা, নারীপুরুষের সমান মজুরি লাভের অধিকার, কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা, সমাজের অনুন্নত অংশের কল্যাণ সাধন, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা ইত্যাদি। ১৯৭৩ সালের সংবিধান সংশোধনীতে নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের উপর প্রাধান্য দেওয়া হয়েছে।  
14)           ভারতের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন ?
উত্তরঃ ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ ও জটিল সংবিধান। বর্তমানে এই সংবিধানের ৩৯৪টি ধারা, অসংখ্যা উপধারা এবং ১২টি তপশীল বা তালিকা আছে। বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে এতবেশী ধারা ও উপধারা নেই।
15)           রাজনৈতিক দল বলতে কি বোঝ?
উত্তরঃ গিলক্রিস –এর মতে, রাজনৈতিক দল হল একই ধরনের মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগটিত অংশ।
16)           বিচার বিভাগের সংজ্ঞা দাও।
উত্তরঃ বিচার বিভাগ হল সরকারের সেই বিভাগ যার প্রধান দায়িত্ব হল, আইন লঙ্গনজনিত অভিযোগের বিচার করে শাস্তি প্রদান  এছাড়াও নাগরিক অধিকার সংরক্ষণ, আইন ও সংবিধানের ব্যাখ্যা, জনস্বার্থ বিষয়ক অভিযোগের শুনানি প্রভৃতি কাজ বিচার বিভাগ সম্পন্ন করে থাকে ।  
17)           লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝ ?
উত্তরঃ ভারতীয় সমাজ ব্যবস্থায় লিঙ্গের ভিত্তিতে জনসাধারণের মধ্যে যে বিভেদ সেটিই লিঙ্গ বৈষম্য ।লিঙ্গ বৈষম্যের কারণে নারীদের যুগ যুগ ধরে শিক্ষাসহ অন্যান্য সাধারণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।লিঙ্গভেদে কাজের বিভাজন লিঙ্গ বৈষম্যের একটি উদাহরণ।   
18)           সরকারি বিদ্যালয় কাকে বলে ?
উত্তরঃ যে বিদ্যালয়গুলির আর্থিক দ্বায়দ্বায়িত্ব, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি সরকার কর্তৃক সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় তাকেই সরকারি বিদ্যালয়  বলে দ্বায়িত্ব যখন কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় কেন্দ্রীয় সরকারের বিদ্যালয় আর রাজ্য সরকারের হাতে থাকলে বলা হয় রাজ্য সরকারের বিদ্যালয়। 
19)           লিঙ্গভিত্তিক বিদ্যালয় কাকে বলে ?
উত্তরঃ যে বিদ্যালয়ে কেবলমাত্র বালকদের শিক্ষা গ্রহণের সুযোগ থাকে তাকে বালক বিদ্যালয় বলে। একইভাবে যে বিদ্যালয়ে কেবলমাত্র বালিকারা শিক্ষা গ্রহণ করে তাকে বালিইয়া বিদ্যালয় বলে। আবার যে বিদ্যালয়ে বালক এবং বালিকা উভয়েই শিক্ষা গ্রহণের সুযোগ পায় তাকে সহশিক্ষামূলক বিদ্যালয় বলে।
20)           প্রতিবেশী বিদ্যালয় বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে বিদ্যালয়ে সেই অঞ্চলের সকলের অর্থাৎ জাতি, ধর্ম, সম্প্রদায়, আর্থসামাজিক ব্যবস্থা নির্বিশেষ পড়ার অধিকার থাকে তাকেই প্রতিবেশী বিদ্যালয় বলে।  
21)           শিক্ষার অধিকার আইন ২০০৯ –এ সংশ্লিষ্ট সরকার বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ ‘সংশ্লিষ্ট সরকার বলতে বুঝায় –
(i)                কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত, নিজস্ব মালিকানা অথবা নিয়ন্ত্রণে থাকা অথবা আইনসভা বিহীন কোন ইউনিয়ন টেরিটোরির প্রশাসনের অধীন এমন বিদ্যালয়ের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকার;
(ii)             (i)-এ উল্লিখিত নয় এমন বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের অবস্থান যে রাজ্যে আছে সংশ্লিষ্ট সরকার বলতে সেই রাজ্যের সরকারকে বোঝাবে। আইনসভা যুক্ত ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত হলে সেইসব বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকার বলতে এই ইউনিয়ন টেরিটরির সরকারকে বোঝাবে।
22)           RTE 2009-এ শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে? 
23)           উত্তরঃ RTE 2009-এ শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত ব্যাপারে যে নির্দেশ দেওয়া হয়েছে? সেগুলি হল-(১) কোন স্কুল অথবা ব্যক্তি শিশুর ভর্তির সময় কোনো ক্যাপিটেশন ফি নিতে পারবে না বা ওই শিশুর বা তার পিতা-মাতা কিংবা অভিভাবককে কোনোরকম বাছাই পদ্ধতির সম্মুখীন করবে না।
(২) যদি কোন স্কুল বা ব্যক্তি (১) উপধারা অমান্য করে –
(a)     ক্যাপিটেশন ফি গ্রহণ করে তাহলে শাস্তি হিসেবে যে পরিমাণ অর্থ ক্যাপিটেশন ফি নেওয়া হয়েছে তার দশ গুণ অর্থ জরিমানা ধার্য হবে।
(b)   বাছাই পদ্ধতি অবলম্বন করলে প্রথম অমান্যের ক্ষেত্রে ২৫ হাজার টাকা এবং পরবর্তী প্রত্যেকটি অমান্যের ক্ষেত্রে ৫০ হাজার টাকা হিসাবে জরিমানা ধার্য হবে।
24)           রাষ্ট্রের আবশ্যিক শর্তগুলি কী ?
উত্তরঃরাষ্ট্রের আবশ্যিক শর্তগুলি হল – (ক) জনসমষ্টি ।(খ) নির্দিষ্ট ভূখণ্ড । (গ) সরকার । (ঘ) সার্বভৌমত্ব ।(ঙ)স্থায়িত্ব ।  
25)           ভ্রাম্যমাণ শ্রমিক কাদের বলা হয় ?
26)           উদারনীতিবাদ কি?
উত্তরঃ উদারনীতিবাদ মানুষের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মুক্তবাণিজ্য, মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক  স্বাধীনতা সম্বলিত একটি মতবাদ।
27)           বিশ্বায়ন কাকে বলে ?

উত্তরঃ বিশ্বায়ন বলতে জাতীয় সীমানা অতিক্রম করে আর্থিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে বিশ্বব্যাপী সম্প্রসারিত করার এক প্রক্রিয়াকে বুঝায়